অর্ণব স্টোর থেকে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় শাড়ি জব্দ
প্রকাশিত : ২৩:৫৯, ২৫ মে ২০১৮
শুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগে চট্টগ্রামে বিপুল পরিমাণ তৈরি পোশাক জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার সকালে নগরীর আন্দরকিল্লায় দেওয়ানজী পুকুর পাড়ের একটি দোকানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিভিন্ন পোশাক জব্দ করা হয়।
জব্দ করা পোশাকের দাম কয়েক কোটি টাকা বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম।
নগরীর দেওয়ানজী পুকুর পাড়ে প্রায় দুই দশকের পুরনো ও অভিজাত শাড়ির দোকান অর্ণব স্টোর। বিয়ে, উৎসবসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য একই ছাদের নিচে পাওয়ায় ক্রেতাদের কাছে প্রসিদ্ধ এই দোকান।
দোকান কর্তৃপক্ষ বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে মালামাল এনেছে এমন খবর পেয়ে অভিযান চালায় কাস্টমস শুল্ক গোয়েন্দারা।
সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চালানো অভিযানে জব্দ করা হয় এক হাজার ৪৫টি কাতান ও জর্জেট শাড়ি, ৮৮টি লেহেঙ্গা, দুইশ’ ৬৮টি পাঞ্জাবিসহ প্রায় দুই ট্রাক বিভিন্ন ভারতীয় পোশাক।
আমদানির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় অর্ণব স্টোরের মালিকের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা মো. মোরশেদ আলী চৌধুরী।
তবে অভিযানকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে অর্ণব স্টোরের মালিক গোপাল কৃষ্ণ নন্দীর দাবি, আমদানিকারকদের কাছ থেকেই তিনি পোশাকগুলো কিনেছেন। এ’ সংক্রান্ত বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে।
অভিযানে সহায়তা করে র্যাব ও কোস্টগার্ড।
ভিডিও:
এসি
আরও পড়ুন